‘অবরুদ্ধ’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা পুলিশ হেফাজতে
২০ মার্চ ২০২৫ ১৯:০১ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৯:৫১
চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ বেতারের চট্টগ্রাম কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক মো. শরীফ মাহমুদ অপুকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে থানায় নিয়ে গেছে পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক এ কর্মকর্তা বর্তমানে থানায় পুলিশ হেফাজতে আছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৪টার দিকে তাকে নগরীর আগ্রাবাদ শেখ মুজিব সড়কের বাংলাদেশ বেতার ভবন থেকে ডবলমুরিং থানায় নিয়ে যায় পুলিশ।
ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘উনাকে (শরীফ মাহমুদ) আমরা বেতার ভবন থেকে থানায় এনেছি। আমাদের হেফাজতে আছেন। সিএমপির ঊর্ধ্বতন স্যারেরা উনার বিষয়ে যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে, বৃহস্পতিবার দুপুরে একদল শিক্ষার্থী বেতার ভবনে গিয়ে মো. শরীফ মাহমুদ অপুকে অবরুদ্ধ করে ডবলমুরিং থানা ও জেলা প্রশাসককে খবর দেন। তাদের দাবি ছিল, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী শরীফ মাহমুদকে গ্রেফতার করতে হবে।
খবর পেয়ে ডবলমুরিং থানা থেকে পুলিশের একটি টিম এবং জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম বেতার ভবনে পৌঁছে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
উল্লেখ্য, মো. শরীফ মাহমুদ অপু আওয়ামী লীগ সরকারের আমলে কয়েকবছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বদলি করে বাংলাদেশ বেতারে পাঠানো হয়।
সারাবাংলা/আরডি/এসআর
চট্টগ্রাম পুলিশ হেফাজতে মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা সারাবাংলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়