রংপুর: জেলার ১৬৮ জন কৃষকের নামে ভুয়া শস্যঋণ বিতরণের নামে ১ কোটি ৩৬ লাখ টাকা আত্মসাতের মামলায় রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের পীরগাছা শাখার সাবেক ব্যবস্থাপক রফিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত।
গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন অভিযুক্ত রফিকুল ইসলাম।
বিকেলে রংপুরের সিনিয়র স্পেশাল জজ ফজলে খোদা মো. নাজির তার জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুদকের আইনজীবী হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রংপুরের পীরগাছা শাখায় শস্যঋণ দেওয়ার নামে ১৬৮ জন কৃষকের নামে ভুয়া ঋণ দেখিয়ে ১ কোটি ৩৬ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে দুদক আইনের মামলা হয় ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলামের বিরুদ্ধে। তদন্ত শেষে আসামির নামে আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের রংপুরের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক নুরুল আলম।