Friday 21 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে ইমাম ৩০০০ ও মুয়াজ্জিনরা ১৫০০ করে সম্মানী পাচ্ছেন

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ১৯:১১ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ২০:৩০

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির পঞ্চম কর্পোরেশন সভা

ঢাকা: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দেওয়া হবে। ইমামদের জনপ্রতি ৩,০০০ টাকা এবং মুয়াজ্জিনদের ১,৫০০ টাকা করে সম্মানী দিবে ডিএসসিসি।

বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির পঞ্চম কর্পোরেশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের উৎসব ভাতা মুসলিম সম্প্রদায়ের জন্য প্রতি ঈদে ২০০০ টাকার পরিবর্তে ৩,০০০ টাকায় এবং অন্যান্য ধর্মালম্বীদের ক্ষেত্রে বছরে ৪০০০ টাকার পরিবর্তে ৬,০০০ টাকায় উন্নীতকরণ করা হয়েছে।

ডিএসসিসি’র প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ‘নিয়মিত পরিচালনা কমিটির সভায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ফলে নাগরিক সেবা প্রদান কার্যক্রমে গতিশীলতা এসেছে এবং ঢাদসিকের আওতাভুক্ত এলাকার জনসাধরণদের নাগরিক সেবা হয়রানীমুক্তভাবে অব্যাহত রাখতে চায়।’

এদিকে, সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবাসরত সম্মানিত নগরবাসীকে সহজে ও বিধি মোতাবেক সেবা প্রদানের লক্ষ্যে ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন কবরস্থান পরিচালনা নীতিমালা-২০২০’ সংশোধনপূর্বক ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন কবরস্থান পরিচালনা নীতিমালা-২০২৫’ এর নীতিগত অনুমোদন দেওয়া হয়।

সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ সকল বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এসআর

ঈদ ঈদে ইমাম-মুয়াজ্জিন সম্মানী ডিএসসিসি সম্মানী পাচ্ছেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর