Friday 21 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুগ্ম সচিব পদে ১৯৬ জনের পদোন্নতি

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ২০:০৩ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ২২:১৭

ঢাকা: যুগ্ম সচিব পদে ১৯৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একটি প্রজ্ঞাপনে ১৯৪ জন এবং আরেকটি প্রজ্ঞাপনে বিদেশে কর্মরত দুজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। তারা এত দিন উপসচিব ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতিমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন। এছাড়া পরে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

এছাড়া, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর অথবা ই–মেইল ([email protected]) দাখিল করতে পারবেন।

সারাবাংলা/এমএইচ/আরএস

জনপ্রশাসন মন্ত্রণালয় যুগ্ম সচিব পদে ১৯৬ জনের পদোন্নতি