কলেজ ছাত্রী ধর্ষণ
ধর্ষণকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার দাবি নাহিদের
২০ মার্চ ২০২৫ ২০:০৪ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ২২:১৭
পটুয়াখাীলী: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পটুয়াখালীর দুমকিতে নারীর প্রতি সহিংসতা ধর্ষণের ঘটনায় দুইজন আসামির নাম শোনা গেছে। এর মধ্যে একজনকে গেফতার করা হয়েছে। আমরা দাবি জানাচ্ছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্য আসামিকে গ্রেফতার করতে হবে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের হল রুমে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, শুধু এই ঘটনা নয়, এ ধরনের সকল ঘটনা রোধ করার জন্য কঠোরতম শাস্তি ব্যবস্থা করতে হবে। সরকার যে আইন পরিবর্তনের ভাবনা করছে বা সিদ্ধান্ত নিয়েছে আমরা চাই যে সেটা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়।
এর আগে তিনি দুপুর দেড়টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসাপাতালে ভুক্তভোগীর চিকিৎসার খোঁজ খবর নেন।
ডা. তাসনিম জারা বলেন, অপরাধ যারা করছে তারা পুরোপুরি সমাজে ঘুরে বেড়াবে। আর যারা নির্যাতিত তাদের কাঁদতে কাঁদতে বিচার চাইতে হবে। সমাজে এমনটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই পরিস্থিতিকে আমাদের রূপান্তরণ করতেই হবে। যারা দোষী তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। বিগত বছরগুলোতে যেমন বিচারহীনতার সংস্কৃতি ছিল, সেটা থেকে আমাদের বের হতেই হবে।
ডাক্তার জারা ভুক্তভোগীর বরাত দিয়ে বলেন, ভূক্তভোগী আমাকে জানান, ‘‘আমি মেয়ে হিসেবে বিচার চাই না। আমি চাই বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে যাতে আমার জন্য ন্যায় বিচার হয়।’’ আমাদের মনে রাখতে হবে যদি ন্যায় বিচারে দেরি হয়, সেটা এক ধরনের অন্যায়ের পক্ষ নেওয়া। ন্যায় বিচার প্রত্যেকের মৌলিক অধিকার।
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সহকারি অ্যাটর্নী জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, আইনগতভাবে এনসিপি’র পক্ষ থেকে যতটুকু সহযোগিতা দেওয়া প্রয়োজন বা দেওয়া দরকার; আমাদের দলের পক্ষ থেকে দিব। যাতে এই মামলার সুষ্ঠু বিচার হয় এবং যে আসামি যারা আছেন তারা যেন ন্যায় বিচার পায় অর্থাৎ তারা যদি দোষী সাব্যস্ত হয় সেটাও ন্যায় বিচারের মাধ্যমে হবে। সুতরাং এখানে আসামিপক্ষ বাদীপক্ষ সকলেই যেন ন্যায় বিচার পায়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম পটুয়াখালীতে সফরের তার সঙ্গে আব্দুল হান্নান মাসুদ, ডা. তাসনিম জারাসহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগি গ্রামের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ করে সাকিব মুন্সী (১৯), সিফাত মুন্সী (২০) ও ইমরান মুন্সী (১৯)। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই পরের দিন বুধবার থানায় হাজির হয়ে অভিযোগ দেন। পরে সাকিব মুন্সিকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, অপর অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগী ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।ৃ
সারাবাংলা/এইচআই