নড়াইল: নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা দু’টি মামলায় নড়াইল পৌর সভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান-আরা এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন সাহাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে বিচারক শারমিন নিগার শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৭ জানুয়ারি আঞ্জুমান-আরা ও খোকন সাহা হাইকোর্টে জামিনের আবেদন করলে হাইকোর্ট তাদের ৮ সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ২০২৪ দুপুরে সদর উপজেলার সীমাখালী ও মালিবাগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সমাবেশে আগতদের বোমা বর্ষণ ও গুলি চালায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় পৃথক দু’টি মামলায় তাদের আসামি করা হয়।