Friday 21 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় শূকরের উৎপাতে অতিষ্ঠ বাংলাদেশি কৃষক

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ২১:১০

শূকরের আক্রমণে নষ্ট হচ্ছে ফসল

নীলফামারী: ভারতীয় শূকরের উৎপাতে অতিষ্ঠ নীলফামারীর সীমান্তবর্তী কৃষকেরা। এসব বুনো শূকরের আক্রমণে নষ্ট হয়েছে কয়েক হাজার বিঘা জমির ফসল। কৃষকদের অভিযোগ, কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছে না। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় প্রশাসনও কোনো ব্যবস্থা নিচ্ছেন না।

নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তবর্তী ঝাড়সিংহেশ্বর, ছাতনাই, কলোনি এলাকায় এমন চিত্রের দেখা মিলেছে।

স্থানীয় মনছুর আলী, ইদ্রিস আলী এবং মুজাক্কির হোসেন জানান, সীমান্তের ওপারের বন থেকে ভারতীয় শূকেরের পাল এসে ফসল নষ্ট করে দিচ্ছে। দিনে রাতে পাহাড়া দিয়ে তেমন সুফল পাচ্ছে না এলাকাবাসী।
এদিকে একাধিকবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি তেমন সহযোগিতা, এমন অভিযোগ স্থানীয়দের। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি সূত্র জানিয়েছে, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তারা এ নিয়ে কোনো হস্তক্ষেপ করতে পারছেন না। তবে কৃষকরা চাচ্ছেন এই সমস্যার দ্রুত সমাধান।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া জানান, ভারতীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সমস্যার সমাধানসহ কৃষকদের যেন ক্ষতির সম্মুখীন হতে না হয়, সে বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সীমান্তবর্তী কৃষকদের দাবি, দ্রুত এই ভারতীয় শূকরদের উৎপাত থামানো না গেলে অচিরেই ধশে পড়বে এ এলাকার কৃষি।

সারাবাংলা/এইচআই

কৃষক নীলফামারী ভারতীয় শূকর শূকরের উৎপাত