জাজিরায় হিযবুত তাওহীদের ৪ নারী সদস্য আটক, মুচলেকায় মুক্তি
২০ মার্চ ২০২৫ ২১:২৫ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ২৩:৪৮
শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় হিযবুত তাওহীদের ৪ নারী সদস্যকে বই বিতরণ ও ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা। পরে আটক নারীদের মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে দুপুরে উপজেলার ডুবিসায়বর বন্দর কাজির হাট এলাকা থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটকরা হলেন— শরীয়তপুর সদর উপজেলার তুলাসার এলাকার সুমন আহমেদের স্ত্রী মিতু আক্তার (২৫), পশ্চিম সোনামুখী এলাকার রেজাউল সরদারের মেয়ে ডলি আক্তার (১৯), তুলাসার এলাকার মোস্তাকিন হোসেন মিরাজের স্ত্রী তমা রহমান (১৮) ও নড়িয়া নসাশন এলাকার আমজাদ হোসেনের স্ত্রী মাকসুদা বেগম (৪০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কাজিরহাট এলাকায় কয়েকজন নারী হিজবুত তাওহীদের লিফলেট ও বই বিতরণ করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর তারা বাধা দেন এবং ওই চার নারীকে আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
এদিকে, আটক নারীরা দাবি করেন, ধর্ম ব্যবসায়ীরাই তাদের এসব কর্মকাণ্ডে বাধা দিচ্ছে। রোজা রেখে ইসলামিক বই বিতরণ করতে এসে ধর্ম ব্যবসায়ীদের হেনস্তার শিকার হয়েছেন তারা। এ সময় তাদের থেকে বই ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা।
এ ব্যাপারে জাজিরা উপজেলা সর্বদলীয় ইসলামিক কার্যক্রমের সভাপতি মাহবুবুর রহমান জিয়া বলেন, তারা নিষিদ্ধ সংগঠন হিযবুত তাওহীদের কিছু বই যেগুলো ইসলাম সম্পর্কে বিকৃত বই যা তারা বিক্রি করছিল। সাধারণ মানুষ প্রতিবাদ করে তাদের আটকে আমাকে খবর দিলে আমি থানা পুলিশকে অবহিত করে তাদের কাছে সোপর্দ করি।
এ ব্যাপারে জাজিরা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হিযবুত তাওহীদের ৪ নারী সদস্যদের উদ্ধার করি। পরে আটক নারীদের মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
সারাবাংলা/এইচআই