শার্শায় বৃদ্ধা হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
২০ মার্চ ২০২৫ ২১:৫৯ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ২২:০২
বেনাপোল: যশোরের শার্শার বাগআঁচড়ায় বৃদ্ধা হত্যা মামলার পলাতক প্রধান আসামি অপু মোড়লকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (১৯ মার্চ) রাতে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।
হত্যা মামলার আসামি অপু মোড়ল শার্শার পিঁপড়াগাছী গ্রামের আব্দুস সামাদ মোড়লের ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি দুপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে পিঁপাড়াগাছী গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী রহিমা খাতুনকে (৭৪) পিটিয়ে হত্যা করেন একই গ্রামের অপু মোড়ল(৩০)। এ ঘটনার পরপর হত্যাকারী ও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে যায়। পরে এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
সারাবাংলা/এইচআই