Friday 21 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি ২৫০ আসন পেলেও জাতীয় সরকার গঠন করবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ২২:১৫ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ২৩:৪৮

ইফতার মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু

ঢাকা: আগামী নির্বাচনে বিএনপি ২৫০ আসন পেলেও জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ ডা. মিলন হলে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বিএমইউ’র বৈষ্যম্যবিরোধী শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারী ঐক্য পরিষদ এই ইফতার মাহফিল আয়োজন করে।

বরকত উল্লাহ বুলু বলেন, ‘‘ভূ-রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে। এই সময়ে ঐক্য ধরে রাখাটা জরুরি। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে পুনরায় ফ্যাসিবাদের কবলে পড়বে দেশ। এ দিকগুলো বিবেচনা করে ঐক্য ধরে রাখার ব্যাপারে বদ্ধপরিকার আমরা। আগামীতে নির্বাচনে বিএনপি ২৫০ আসন পেলেও রাষ্ট্র মেরামত ও দেশকে এগিয়ে নেওয়ার জন্য জাতীয় সরকার গঠন করবে।’’

ড্যাবের বিএমইউ শাখার সাধারণ সম্পাদক ও বিএমইউর প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ বলেন, ‘‘দেশবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরার জন্য অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে।’’

বৈষ্যম্যবিরোধী ঐক্য পরিষদের সভাপতি ডা. মো. দেলোয়ার হোসেন টিটো বলেন, ‘‘দেশবাসী গত ১৭ বছর ধরে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই-সংগ্রাম করে যাচ্ছে। চূড়ান্ত বিজয় এখনো আসেনি। জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণ যদি ভোট দিয়ে তাদের প্রত্যাশা অনুযায়ী প্রার্থীকে নির্বাচিত করে পছন্দের দলকে ক্ষমতায় বসাতে পারে, সেটাই হবে চূড়ান্ত বিজয়।’’

বৈষ্যম্যবিরোধী ঐক্য পরিষদের সভাপতি ডা. মো. দেলোয়ার হোসেন টিটোর সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. রুহুল কুদ্দুস বিপ্লবের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, ড্যাবের সহ-সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, বৈষ্যম্যবিরোধী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মো. মওদুদুল হক, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. রুহুল আমীন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, বিএমইউ এর ড্যাবের সভাপতি ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সহযোগী অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী ও বিএমইউ শাখার সাধারণ সম্পাদক ও বিএমইউ এর প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এসআর

জাতীয় সরকার বরকত উল্লাহ বুলু বিএনপি বিএমইউ সারাবাংলা

বিজ্ঞাপন

২০২৫ আইপিএলে যত নতুন নিয়ম
২১ মার্চ ২০২৫ ১০:৫০

আরো

সম্পর্কিত খবর