Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঈদের আগে কমপক্ষে ৪টি দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ২২:৫৯ | আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৩:৩৪

জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ের বৈঠকে অধ্যাপক আলী রীয়াজ। ছবি: পিআইডি

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হচ্ছে। ঈদের আগে কমপক্ষে চারটি দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন। ঈদের পরে পর্যায়ক্রমে বাকি দলগুলোর সঙ্গে আলোচনা হবে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কমফোর্ট ইরোর বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতির আলী রীয়াজ এ কথা জানান। বৃহস্পতিবার (২০ মার্চ) শেরেবাংলা নগরের সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

ড. আলী রীয়াজ জানান, বিভিন্ন কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশমালার ওপর সুনির্দিষ্ট মতামত জানতে ৩৮টি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে ১৬টি রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে।

এ সময় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশীয় কর্মসূচির পরিচালক পিয়েরে প্রাকাশ এবং প্রতিষ্ঠানটির মিয়ানমার ও বাংলাদেশীয় সিনিয়র কনসালট্যান্ট থমাস কিন উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো