Friday 21 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের অভিযোগে রাজধানীর তিন থানায় ৫ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ২৩:৫০

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলগাঁও, হাতিরঝিল ও মুগদা থানা এলাকায় পৃথক ঘটনা চার কিশোরীসহ পাঁচজনকে ধর্ষণের অভিযোগে আলাদাভাবে থানায় মামলা হয়েছে। এর মধ্যে মুগদা থানায় তিন কিশোরীকে ধর্ষণের ঘটনায় আলাদা তিনটি মামলা হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়ক ডা. সাবিনা ইয়াসমিন বলেন, ঢাকার পৃথক থানা থেকে পাঁচ ভিকটিমকে ওসিসিতে ভর্তি করার জন্য নিয়ে আসে পুলিশ। তাদের চিকিৎসা শুরু করা হয়েছে। তবে এই পাঁচজনের ফরেনসিক পরীক্ষা আগামী শনিবার করা হবে।

বিজ্ঞাপন

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস মাহমুদ জানান, বেশ কয়েকদিন আগে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করা হয়। এরকম অভিযোগে গতকাল পরিবারের তরফ থেকে একটা মামলা হয়। এই মামলার পরিপেক্ষিতে গতকাল ওই কিশোরীকে খিলগাঁও ত্রিমোহনী এলাকার একটি বাসা থেকে উদ্ধার করে থানা পুলিশ। মামলার আসামি আলিফকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু জানান, গতকাল ২২ বছরে এক তরুণী ধর্ষণের অভিযোগ এনে থানায় একটি মামলা করেন। সে মামলায় আসামিকে ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। আসামির নাম আপাতত প্রকাশ করা যাচ্ছে না। আসামিকে ধরতে পুলিশ কাজ করছে।

অপরদিকে মুগদা থানায় তিন কিশোরীকে ধর্ষণের অভিযোগে পৃথক মামলা হয়েছে। মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন জানান, ১২ ও ১৩ বছরের দুই কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় আলাদা মামলা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত জব্বার (৪০) ও পিন্টু চন্দ্র দাসকে (২৮) গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া, মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, গত ১৮ মার্চ ১৫ বছরের এক কিশোরী নিজ বাসায় ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় মামলার পর সিয়াম আহমেদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

৩ থানা ৫ মামলা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর