Saturday 22 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ বাছাইপর্ব
৯৯ মিনিটে ভিনিসিয়াসের গোলে জয় ছিনিয়ে আনল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২৫ ০৮:৫৩ | আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৩:৩৩

গোল করেও ব্রাজিলকে জেতাতে পারলেন না রাফিনহা

বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলার আশা জোরালো করতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না সেলেসাওদের সামনে। ৯৮ মিনিট পর্যন্ত ম্যাচে ছিল ১-১ এ সমতা। ৯৯ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের দারুণ এক গোলে কলম্বিয়ার বিপক্ষে অবিশ্বাস্য এক জয় ছিনিয়ে এনেছে ব্রাজিল। এই জয়ে লাতিন আমেরিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপ খেলার পথে আরেক ধাপ এগিয়ে গেল দরিভাল জুনিয়রের দল।

বিজ্ঞাপন

বিআরবি গারিঞ্চা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই লিড নেয় নেইমারবিহীন ব্রাজিল। বক্সের ভেতর ভিনিসিয়াসকে ফাউল করা হলে পেনাল্টি পায় সেলেসাওরা। পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন বার্সেলোনার হয়ে মৌসুমজুড়েই অবিশ্বাস্য ফর্মে থাকা রাফিনহা। সেই লিড অবশ্য হাফ টাইমের আগেই হারায় ব্রাজিল।

৪১ মিনিটে ম্যাচে সমতা আনে কলম্বিয়া। হামেস রদ্রিগেজের অ্যাসিস্টে গোল করে কলম্বিয়াকে স্বস্তি এনে দেন লুইস দিয়াজ। ১-১ এ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে দুই দলের কেউই তেমন একটা গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ছন্নছাড়া ফুটবল খেলেছে ব্রাজিল কলম্বিয়া দুই দলই। ম্যাচ তখন এগিয়ে যাচ্ছিল ড্রয়ের দিকে। রেফারি নির্ধারিত সময় শেষে যোগ করেন আরও ১০ মিনিট। ৯৭ মিনিটে গোলের দারুণ এক সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে। স্যাভিনহোর ক্রসে হেড করে বল জালে জড়ানোর সুযোগ নস্ট করেন আরানা।

শেষ বাঁশি বাজার এক মিনিট আগে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে বলে জাল জড়ান রিয়াল মাদ্রিদ তারকা ভিনি। তার শট ডিফেন্ডারের মাথায় লেগে জালে জড়ালে উল্লাসে ভাসে ব্রাজিল। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই আর্জেন্টিনার বিপক্ষে ২৬ মার্চের সুপার ক্লাসিকোর আগে প্রস্তুতিটা সেরে রাখলেন তারা।

এই জয়ে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল ব্রাজিল। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে কলম্বিয়া নেমে গেল ৬ এ। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।

সারাবাংলা/এফএম

কলম্বিয়া বিশ্বকাপ বাছাইপর্ব ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর