২০২৫ আইপিএলে যত নতুন নিয়ম
২১ মার্চ ২০২৫ ১০:৫০
আইপিএলের নতুন মৌসুম মাঠে গড়াতে বাকি আর মাত্র দুদিন। ১০ ফ্র্যাঞ্চাইজির জমজমাট এক লড়াই শুরুর আগে বদলে যাচ্ছে টুর্নামেন্টের বেশ কিছু নিয়ম। ২০২৫ আইপিএলে তাই চমক হিসেবেই থাকছে একঝাক নতুন নিয়ম।
২০ মার্চ ভারতীয় ক্রিকেট বোর্ডের কার্যালয়ে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির অধিনায়কদের সঙ্গে বৈঠকে বসেছিল বিসিসিআই। সেখানে অধিনায়কদের সঙ্গে আলোচনা শেষেই ঘোষণা দেওয়া হয় নতুন কিছু নিয়মের।
গত কয়েক বছর ধরেই বলে লালা লাগানো নিষিদ্ধ। করোনা মহামারির সময় থেকেই চলে আসছে এই নিয়ম। তবে এই নিষেধাজ্ঞায় মোটেও খুশি ছিলেন না পেসাররা। লালার পরিবর্তে ঘাম দিয়ে বলকে রিভার্স সুইং করনো বেশ কষ্টকর বলেই বহুবার আপত্তি জানিয়েছেন তারা। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে না হলেও তিন বছর পর আইপিএলে ফিরছে লালা ব্যবহারের অনুমতি। ১০ অধিনায়কের বেশিরভাগই এটার পক্ষে রায় দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
আইপিএলে স্লো ওভাররেটের কারণে নিষিদ্ধ করা হতো দলের অধিনায়ককে। গত মৌসুমে এই নিষেধাজ্ঞার কারণেই অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে নিয়মিত অধিনায়ক ছাড়া মাঠে নেমেছিল দলগুলো। এবারের আইপিএল থেকে উঠে যাচ্ছে এই নিয়ম। নিষেধাজ্ঞার পরিবর্তে ম্যাচ ফি জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে অধিনায়কদের। অধিনায়করা অবশ্য নিষেধাজ্ঞা পেতেও পারেন, তবে সেটা সাথে সাথেই কার্যকর হবে না।
আইপিএলের বেশিরভাগ খেলাই হয় দিবারাত্রির। দ্বিতীয় ভাগে শিশিরের প্রভাবে বেশ বিপাকে পড়তে হয় বোলিং করা দলকে। এবার সেই হ্যাপা কিছুটা কমতে পারে দলগুলোর। দ্বিতীয় ইনিংসে রাখা হয়ে দ্বিতীয় বল ব্যবহারের সুযোগ। প্রতিবার ১১তম ওভারের পর আম্পায়াররা বল পরীক্ষা করবেন। অতিরিক্ত শিশিরের প্রভাব থাকলে ফিল্ডিং করা দলকে দেওয়া হবে আরেকটি নতুন বল।
এবারের মৌসুমে উচ্চতার নো-বল ও ওয়াইড বলের ক্ষেত্রে রিভিউ নেওয়া হলে হক-আই ও বল ট্র্যাকিংয় প্রযুক্তির সাহায্য নিতে পারবেন আম্পায়াররা।
আগামী ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেনসে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠবে এবারের আইপিএলের। সেদিনই প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
সারাবাংলা/এফএম