Saturday 22 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২১ মার্চ ২০২৫ ১২:০৩ | আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৩:৫১

নিহতের মরদেহের পাশে পরিবারের সদস্যরা।

পটুয়াখালী: জেলার মহিপুরে স্বামী মেহেদী হাসানের (২২) বিরুদ্ধে তার স্ত্রী মাফিয়া বেগমকে (১৬) হত্যার অভিযোগ উঠেছে। তবে মাফিয়ার পরিবার এটিকে হত্যা বলে দাবি করলেও মেহেদীর পরিবার বলছে এটি আত্মহত্যা।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে লতাচাপলী ইউনিয়নের পাঞ্জুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মাফিয়ার মা হাফিজা বেগম ও ভাই বনি আমিনসহ তাদের পরিবারের সদস্যদের অভিযোগ, প্রায় তিন মাস আগে পারবারিকভাবে একই গ্রামের মেহেদী হাসানের সঙ্গে মাফিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মেহেদী মাফিয়াকে নির্যাতন করে আসছে।

ঘটনার দিন দুপুরে মাফিয়া তার ছোটবোন মারিয়াকে (১০) তার স্বামীর বাড়িতে যেতে বলেন। এ সময় মারিয়া তাদের বাড়িতে গিয়ে দেখে মেহেদী মাফিয়াকে ব্যাপক মারধর করছে। পরে মারিয়া এই ঘটনা পরিবারকে জানান। সেদিন রাত সাড়ে ৮টার দিকে মেহেদী তার শ্বশুর হারিছকে ফোন দিয়ে মাফিয়া গলায় দড়ি দিয়েছেন বলে জানান। পরে মা হাফিজা বেগম ও বাবা হারিছ তাদের বাড়িতে গিয়ে মাফিয়াকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাফিয়ার পরিবার এটিকে হত্যা বললেও মেহেদীর পরিবারের দাবি মাফিয়া সবার অগোচরে ঘরের দোতলায় গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অনিমেষ জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সারাবাংলা/এসডব্লিউ

স্ত্রীকে হত্যার অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর