অগ্নিকাণ্ডের কারণে ফ্লাইট বাতিলসহ বন্ধ লন্ডনের হিথ্রো বিমানবন্দর
২১ মার্চ ২০২৫ ১২:৪৫ | আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৪:০৬
গুরুতর বিদ্যুৎ বিভ্রাটের কারণে যুক্তরাজ্যের বৃহত্তম বিমানবন্দর হিথ্রো শুক্রবার পুরোদিন বন্ধ থাকবে। এই বিদ্যুৎ বিভ্রাটের কারণ হিসেবে বিমানবন্দরের নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডকে দায়ী করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ২৩টা ২৩ মিনিটে লন্ডনের হেইস এলাকার একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগে, যা হিথ্রো বিমানবন্দরের বিদ্যুৎ সরবরাহ করে।
লন্ডন ফায়ার ব্রিগেড (এলএফবি) জানিয়েছে, এখনো একটি ট্রান্সফরমারের অর্ধেক অংশ পুড়ে যাচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে ১০টি ফায়ার ইঞ্জিন ও ৭০ জন দমকলকর্মী কাজ করছে। সতর্কতা হিসেবে ২০০ মিটারের একটি নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে, এবং এলাকাবাসীদের দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ ঘটনাস্থলে ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়েছে।
অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত করা যায়নি, তবে স্কটিশ অ্যান্ড সাউদার্ন ইলেকট্রিসিটি নেটওয়ার্কস জানিয়েছে, এই আগুনের ফলে ১৬ হাজার ৩০০-এর বেশি বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, আগামী কয়েক দিনে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে এবং যাত্রীদের কোনো পরিস্থিতিতেই বিমানবন্দরে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।
এক বিবৃতিতে হিথ্রো বিমানবন্দরের একজন মুখপাত্র বলেন, ‘আমাদের যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের কোনো বিকল্প নেই, তাই ২১ মার্চ রাত ২৩টা ৫৯মিনিট পর্যন্ত হিথ্রো বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ থাকবে।’
তিনি আরও বলেন, ‘আমরা জানি এটি যাত্রীদের জন্য হতাশাজনক, তবে সমস্যা সমাধানের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’
অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ পুনরুদ্ধারের নির্দিষ্ট সময় সম্পর্কে এখনো কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি বলে জানান তিনি।
বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটর্যাডার টুয়েন্টি ফোর জানিয়েছে, শুক্রবার (২১ মার্চ) অন্তত ১ হাজার ৩৫১টি ফ্লাইট বাতিল হবে, যার মধ্যে ঘোষণা দেওয়ার সময় প্রায় ১২০টি ফ্লাইট ইতোমধ্যেই আকাশে ছিল।
যুক্তরাষ্ট্রভিত্তিক ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, তাদের হিথ্রোগামী সাতটি ফ্লাইট বাতিল বা অন্যত্র স্থানান্তর করা হয়েছে। অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারলাইন্সও জানিয়েছে, তাদের দুটি ফ্লাইট লন্ডনের পরিবর্তে প্যারিসে নামানো হয়েছে।
হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের এয়ারলাইনগুলোর সঙ্গে যোগাযোগ করতে বলেছে এবং অনিবার্য ভোগান্তির জন্য ক্ষমা চেয়েছে। বিদ্যুৎ পুনরুদ্ধারের নির্দিষ্ট সময় সম্পর্কে আপাতত কোনো নিশ্চয়তা নেই, ফলে বিমানবন্দরটি শনিবারও আংশিকভাবে বন্ধ থাকতে পারে।
সারাবাংলা/এনজে