Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২১ মার্চ ২০২৫ ১৩:৫৭ | আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৪:৪০

ধর্ষণের আসামি সিফাত মুন্সিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

পটুয়াখালী: জেলার দুমকিতে এক কলেজছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রধান আসামি সিফাত মুন্সিকে (১৯) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২১ মার্চ) সকালে পিরোজপুর জেলার নাজিপুর থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বুধবার দুপুরে ভুক্তভোগীর মৌখিক অভিযোগ আমলে নিয়ে এলাকায় অভিযান চালিয়ে প্রথমে সাকিব মুন্সিকে গ্রেফতার করা হয়। সিফাত এলাকা থেকে পালিয়ে গেলেও তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে পিরোজপুর জেলা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন: পটুয়াখালীতে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

পটুয়াখালী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিফাত মুন্সিকে গ্রেফতার করা হয়। তাকে দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে এবং আজ তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

সারাবাংলা/এসডব্লিউ

কলেজছাত্রীকে ধর্ষণ ধর্ষণের আসামি গ্রেফতার