চট্টগ্রামে নিষিদ্ধ হিযবুত তাহরীরের সদস্য গ্রেফতার
২১ মার্চ ২০২৫ ২৩:২৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় নগরীর পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবদুল্লাহ আল ফাইয়াজ (২৪) নামে ওই যুবক মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান সারাবাংলাকে জানান, গ্রেফতার ওই যুবক নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহেরীর সদস্য। গোপনে খবর পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
ওসি সোলায়মান বলেন, ‘গ্রেফতার ফাইয়াজ আমাদের জানিয়েছে সে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি বিষয়ে পড়াশোনা করেন। এর আগে তিনি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে পড়তেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
নগর পুলিশের উত্তর বিভাগের উপ কমিশনার আমিরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘সংগঠনটির কয়েকজন সদস্য মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময়ে পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে।’
সারাবাংলা/আইসি/এইচআই