Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৫ ২৩:৫৫

মরদেহ। প্রতীকী ছবি

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে ট্রেনের ছাদে এক বগি থেকে অন্য বগিতে যাওয়ার সময় নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৯ বছর। মরদেহের পরিচয় এখনো শনাক্ত হয়নি।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে সিলেটের মোগলাবাজার থানার সোনারগাঁও আবাসিক এলাকার কয়েছ খানের কলোনির সামনে রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে সিলেট রেলওয়ে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পারাবত এক্সপ্রেসের ছাদে ছিলেন অজ্ঞাত যুবক। ট্রেনের ছাদের এক বগি থেকে অন্য বগিতে যাওয়ার জন্য জাম্প দিলে বগির মধ্যখানে পড়ে যায় এবং চাকায় কাটা পরে ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন

সিলেট রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কুদ্দুস বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এইচআই