Saturday 22 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলের সঙ্গে যেভাবে মানিয়ে নিচ্ছেন হামজা

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৫ ০৯:৫১ | আপডেট: ২২ মার্চ ২০২৫ ১২:৪০

দলের সঙ্গে অনুশীলনে ব্যস্ত হামজা

বাংলাদেশে পা রাখার পর থেকেই তাকে নিয়ে চলছে উন্মাদনা। হামজা চৌধুরী এখন বাংলাদেশ দলের সঙ্গে ভারতের শিলংয়ে। ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের হাই ভোল্টেজ ম্যাচের আগে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা বলছেন, দলের সঙ্গে মানিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন হামজা।

মেঘালয়ের শিলংয়ে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচের আগে প্রথম অনুশীলন সেশনে অংশ নিয়েছে বাংলাদেশ দল। তীব্র বাতাস ও প্রতিকূল আবহাওয়াকে সামনে রেখে কিছুটা বিপাকেই পড়েছে দল। ভ্রমণ ক্লান্তি, লাগেজ জটিলতা, হোটেলের রুম বিভ্রাট; সবকিছু মিলিয়ে বেশ হ্যাপা পোহাতে হয়েছে হামজাদের।

বিজ্ঞাপন

ঢাকায় দলের সঙ্গে প্রথমবার অনুশীলন করেছিলেন হামজা। ভারতের মাটিতেও দলের অন্য সদস্যদের সঙ্গে অনুশীলনে ব্যস্ত ছিলেন তিনি। কাবরেরা জানিয়েছেন, হামজার অনুশীলন সেশন ভালো কেটেছে, ‘দলের বাকিদের মতো হামজার অনুশীলনও ভালো হয়েছে। সে দলের সবার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। আশা করছি ম্যাচে ভালো কিছুই হবে।’

প্রতিকূল আবহাওয়াতে অনুশীলনে খানিকটা সমস্যা হয়েছে বলেও স্বীকার করলেন কাবরেরা, ‘অনুশীলন তো ভালোই ছিল। দলের সবাই অংশগ্রহণ করেছে। তবে আবহাওয়া আমাদের অনুকূলে নেই। এখানে প্রচণ্ড বাতাস। এটা আমাদের অনেক ভুগিয়েছে। অনুশীলনের মাঠটা ভালো না। আমরা সবাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কাজ করছি।’

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-ভারত হামজা চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর