বিশ্বকাপ বাছাইপর্ব
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল
২২ মার্চ ২০২৫ ১০:২৩
দলের অন্যতম সেরা কিপার এডারসন আগেই ছিটকে গেছেন ইনজুরিতে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে এবার আরেক কিপার অ্যালিসন বেকারকেও হারাল ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে পাওয়া চোটের কারণে বিশ্বকাপ বাছাইপর্বের সুপার ক্লাসিকোতে মাঠে নামতে পারবেন না অ্যালিসন।
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষের ফুটবলারের সঙ্গে মাথায় ধাক্কা লাগে অ্যালিসনের। প্রায় ১০ মিনিট প্রাথমিক চিকিৎসার পর মাঠ ছাড়তে বাধ্য হন এই লিভারপুল কিপার। তখনই ধারণা করা হচ্ছিল, সহসাই মাঠে ফেরা হচ্ছে না তার।
শেষ পর্যন্ত সত্যি হয়েছে সেই শঙ্কাই। ব্রাজিলের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারবেন না অ্যালিসন। স্কোয়াড ছেড়ে লিভারপুলে ফিরেছেন তিনি। ঠিক কবে আবার ক্লাবের হয়ে মাঠে নামতে পারবেন, সেটাও নিশ্চিত করে বলা হয়নি।
অ্যালিসনের পাশাপাশি আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না জেহসন। কার্ডের ফাঁদে পড়ে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল ম্যালিয়াইস ও ব্রুনো গিমারিস।
ইনজুরি জর্জরিত ব্রাজিল স্কোয়াডে পরের ম্যাচের জন্য ডাক পেয়েছেন দুই মিডফিল্ডার হোয়াও গোমেজ ও এডারসন। দলের সঙ্গে যোগ দেবেন ডিফেন্ডার বেরালদোও।
আগামী ২৬ মার্চ বুয়েন্স আয়ার্সে আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল।
সারাবাংলা/এফএম