দাম কমাতে তুরস্ক ও দ.কোরিয়া থেকে ডিম আমদানি করবে যুক্তরাষ্ট্র
২২ মার্চ ২০২৫ ১২:৩৭
ট্রাম্প প্রশাসন ডিমের মূল্য কমানোর লক্ষ্যে তুরস্ক ও দক্ষিণ কোরিয়া থেকে কোটি কোটি ডিম আমদানির পরিকল্পনা নিয়েছে এবং অন্যান্য দেশের সাথেও আলোচনা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
হোয়াইট হাউসে কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স সাংবাদিকদের জানান, ‘স্বল্প সময়ের জন্য আমরা কয়েক শ’ মিলিয়ন ডিম আমদানি করব’।
যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি ১ বিলিয়ন ডলারের একটি পরিকল্পনা ঘোষণা করেছে, যা মারাত্মক বার্ড ফ্লু মহামারির মোকাবিলায় সহায়তা করবে। এই মহামারির কারণে দেশটির কৃষকদের কয়েক কোটি মুরগি নিধন করতে হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনি প্রচারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর প্রতিশ্রুতি দিলেও, গত এক বছরে যুক্তরাষ্ট্রে ডিমের দাম ৬৫ শতাংশের বেশি বেড়েছে এবং ২০২৫ সালে আরও ৪১ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। রোলিন্স জানান, ডিমের নতুন সরবরাহ নিশ্চিত করতে তার মন্ত্রণালয় অন্যান্য দেশের সাথেও আলোচনা করছে, তবে তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি।
রোলিন্স বলেন, ‘যখন আমাদের মুরগির খামারগুলো পুনরায় পূর্ণসংখ্যক হবে এবং ডিম উৎপাদন আবার স্বাভাবিক হবে, তখন আমরা অভ্যন্তরীণ সরবরাহে ফিরে যাব’।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, পোল্যান্ড ও লিথুয়ানিয়ার পোল্ট্রি সংস্থাগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো তাদের সাথে সম্ভাব্য ডিম রফতানি নিয়ে যোগাযোগ করেছে।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ চলতি বছরের ফেব্রুয়ারিতে ডিমের দাম নিয়ন্ত্রণের জন্য ১ বিলিয়ন ডলারের একটি পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা করে। এর মধ্যে ৫০০ মিলিয়ন ডলার বায়োসিকিউরিটি ব্যবস্থার জন্য, প্রায় ১০০ মিলিয়ন ডলার ভ্যাকসিন গবেষণা ও উন্নয়নের জন্য এবং ৪০০ মিলিয়ন ডলার কৃষকদের আর্থিক সহায়তার জন্য বরাদ্দ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে বহু বছর ধরেই এইচ৫এন১ বা বার্ড ফ্লু ছড়িয়ে পড়ছে, তবে ২০২২ সালে শুরু হওয়া এক ভয়াবহ সংক্রমণে ১৫৬ মিলিয়নের বেশি মুরগি ও পাখি মারা গেছে এবং এর ফলে ডিমের দাম আকাশচুম্বী হয়েছে।
ডিমের উচ্চমূল্য গত নির্বাচনে ট্রাম্পের অন্যতম প্রচার ইস্যু হয়ে উঠেছিল। তিনি মূল্যবৃদ্ধির জন্য সরাসরি তার পূর্বসূরি জো বাইডেনকে দায়ী করেন।
চলতি মাসের শুরুতে মার্কিন কংগ্রেসে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, ‘জো বাইডেন বিশেষভাবে ডিমের দাম নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গিয়েছিলেন, এখন আমরা সেটাকে স্বাভাবিক করতে কঠোর পরিশ্রম করছি।’
২০২২ সালের বার্ড ফ্লু সংক্রমণের কারণে বাইডেন প্রশাসন লক্ষ লক্ষ ডিম পাড়া মুরগি নিধন করেছিল, যার ফলে ডিমের দাম বেড়েছিল। তবে ট্রাম্পের দ্বিতীয় দফার প্রেসিডেন্সির শুরুতেও দাম বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।
সারাবাংলা/এনজে