জমি নিয়ে মারামারির মধ্যে ছুরিকাঘাতে যুবক খুন
২২ মার্চ ২০২৫ ১৪:৩১ | আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৭:০০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মোটরসাইকেলের গতিরোধ করে ছুরিকাঘাতে এক যুবককে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রতিবেশির সঙ্গে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের ফকিরখীল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুবীর চক্রবর্তী (৩৭) ফকিরখীল উত্তরপাড়া এলাকার প্রয়াত অরুণ চক্রবর্তীর ছেলে। পেশায় দর্জি সুবীরের পুরানগড় ইউনিয়নের শীলঘাটা এলাকায় একটি দোকান ছিল।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘গত (শুক্রবার) রাতে সুবীর ও তার বড় ভাই প্রবীর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসার পর রূপক ও তার ভাইসহ পরিবারের লোকজন মিলে তাদের গতিরোধ করে। এ সময় উভয়পক্ষে ঝগড়া ও মারামারি শুরু হয়। এর মধ্যে সুবীরকে ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলে তিনি মারা যান। প্রবীরও আহত হয়েছেন।’
‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, ‘নিহত সুবীরের পরিবারের সঙ্গে তাদের প্রতিবেশি রূপক দাশের পরিবারের জায়গা-জমি নিয়ে বিরোধ আছে। এর জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’
ওসি আরও জানিয়েছেন, হত্যাকাণ্ডের পর রাতেই সাতকানিয়া উপজেলা সদরে অভিযান চালিয়ে রূপকের স্ত্রী, তার ভাইয়ের স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে ছিলেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে। মারামারিতে তারাও আহত হন। রাতে উপজেলা সদরে হাসপাতালে চিকিৎসা নিতে যাবার পর তাদের গ্রেফতার করা হয়।
সারাবাংলা/আরডি/এসডব্লিউ