Saturday 22 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কে ভাঙাচোরা ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে অভিযান শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৫ ১৫:১০ | আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৬:০১

ঢাকা: আসন্ন ঈদে সড়কে যাতে ভাঙাচোরা ও ফিটনেসবিহীন গাড়ি যাত্রী পরিবহন করতে না পারে সেজন্য যৌথ অভিযান পরিচালনা শুরু করেছে এ সংক্রান্ত ভ্রাম্যমান আদালত।

শনিবার (২২ মার্চ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ এ অভিযান শুরু করে। প্রতিষ্ঠানটির সঙ্গে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। দুই প্রতিষ্ঠানের যৌথ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় নেতৃত্ব দেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান।

বিজ্ঞাপন

এদিন দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে আমিনবাজার ও বেড়িবাঁধ পর্যন্ত বিভিন্ন গ্যারেজ ও গাড়ির বডি তৈরির প্রতিষ্ঠানে যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় মো.আনিসুজ্জামান বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে প্রচুর মানুষ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হবে এবং ঈদ শেষে আবার ঢাকায় ফিরে আসবে। এ প্রেক্ষিতে ঈদকে কেন্দ্র করে ফিটনেসবিহীন ও লক্কর ঝক্কর গাড়ি যাতে রাস্তায় না নামতে পারে, সেজন্য গাড়ির যে গ্যারেজ বা ওয়ার্কশপগুলো রয়েছে আমরা তাদের জন্য সচেতনতামূলক একটি মোবাইল কোর্ট করছি। এই সব গ্যারেজ থেকে রাস্তায় চলাচলের অনুপযোগী গাড়ি যাতে তারা না নামায়।

তিনি আরো বলেন, এসব গাড়ি রাস্তায় চলাচল করলে একটি গাড়ি নষ্ট হয়ে গেলে দীর্ঘ একটা যানজট সৃষ্টি হয় এবং মানুষের জীবন ও হুমকির মুখে পড়ে। এগুলো যাতে আমরা প্রতিরোধ করতে পারি- এ কারণে ওয়ার্কশপগুলোতে মোবাইল কোট করছি এবং তাদেরকে সতর্ক করছি।

সড়কে যেসব ফিটনেসবিহীন গাড়ি রয়েছে, সেগুলো ধরার বিষয়ে পদক্ষেপ আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে জেল জরিমানা উভয় শাস্তিযোগ্য ব্যবস্থা রয়েছে।

বিজ্ঞাপন

বিআরটিএর তথ্য অনুযায়ী, চলতি বছরের ১২ মার্চ পর্যন্ত দেশে ফিটনেস নেই- এমন গাড়ির সংখ্যা ৬ লাখ ১১ হাজার ১৪১। এর মধ্যে ২০ হাজার ৮৬৮টি বাস, ১১ হাজার ১৮৫টি মিনিবাস, ৫৭ হাজার ৪১টি ট্রাক, ৭৩ হাজার সাতটি প্রাইভেটকার, ৩০ হাজার ৫৩৮টি মাইক্রোবাস, ৭২ হাজার ১৫৯টি পিকআপ ভ্যান, ৩৯ হাজার ৫৯১টি ট্রাক্টর, ১৪ হাজার ৩৮০টি হিউম্যান হলার, ৩ হাজার ৮১১টি অ্যাম্বুলেন্স, ২ লাখ ৫ হাজার ৬৪৭টি অটোরিকশার হালনাগাদ ফিটনেস সনদ নেই। এর বাইরে কিছু এখন আর রাস্তায় চলাচল করে না।

সারাবাংলা/জেআর/আরএস

ভাঙাচোরা ও ফিটনেসবিহীন গাড়ি ভ্রাম্যমান আদালত যৌথ অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর