Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৫ ১৫:১০ | আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৫:১৬

অভিযুক্ত আসামি দিদারুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সাত বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ মার্চ) রাতে বোয়ালখালী পৌরসভার চরখিদিরপুর গ্রামের বাড়ি থেকে দিদারুল আলম (৫০) নামে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে।

আক্রান্ত শিশুটিও বোয়ালখালী পৌরসভায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। এ ঘটনায় তার মা বোয়ালখালী থানায় মামলা করেছেন।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার সারাবাংলাকে বলেন, ‘শিশুটির মা অভিযোগ করেছেন, গতকাল (শুক্রবার) দুপুরে বাড়ির পাশে জমি থেকে শাক কুড়ানোর সময় তার মেয়েকে দিদারুল ধর্ষণের চেষ্টা করে। ভয়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে দিদারুল পালিয়ে যায়। পরে ওই শিশু বাড়ি ফিরে ঘটনা জানালে তার মা থানায় অভিযোগ করেন।’

বিজ্ঞাপন

এ ঘটনায় গ্রেফতার দিদারুলকে শনিবার (২২ মার্চ) সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সারাবাংলা/আরডি/এসডব্লিউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর