Sunday 23 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাকেরগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২২ মার্চ ২০২৫ ১৭:৪৮ | আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৭:৫২

ট্রাক দুইটি দুমড়ে-মুচড়ে মহাসড়কের পাশে পড়ে যায়।

বরিশাল: জেলার বাকেরগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে সাইফুল ইসলাম (৩৬) নামে একজন তরমুজ ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিন জন।

শনিবার (২২ মার্চ) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের রুহিতারপাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলামের বাড়ি ঢাকা গাজীপুর বরনি গ্রামে। তিনি তরমুজ ক্রয় করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন।

স্থানীয়রা জানান, একটি তরমুজ বহনকারী ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথে পটুয়াখালীর দিক থেকে আসা একটি ভাঙারি বোঝাই ট্রাক তরমুজ বহনকারী আরেকটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাক দুইটি দুমড়ে-মুচড়ে মহাসড়কের পাশে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আহত চারজনকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এই র্ঘটনার পর ঘটনাস্থলে যানজটের সৃষ্টি হলে বাকেরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাক দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে যানজটমুক্ত করেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের হাতে দেওয়া হবে।

সারাবাংলা/এসডব্লিউ

দুই ট্রাকের সংঘর্ষ ব্যবসায়ী নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

হামজা উন্মাদনা চলছে ভারতেও
২৩ মার্চ ২০২৫ ১১:০২

আরো

সম্পর্কিত খবর