পঞ্চগড়ে ব্যারিস্টার নওশাদ জমিরের জনসংযোগ
২২ মার্চ ২০২৫ ১৯:২০
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের জনসংযোগ
পঞ্চগড়: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মাঝে জনসংযোগ করছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।
শনিবার (২২ মার্চ) দুপুরে জেলার সদর উপজেলার গরিনাবাড়ী ইউনিয়নের কালুপাঠা কৃষ্ণগঞ্জসহ বিভিন্ন গ্রামে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার এ জনসংযোগ করেন তিনি।
এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নির্দেশনা তৃণমূলের নেতাকর্মীদের কাছে পৌঁছে দেন। পায়ে হেঁটে বিভিন্ন গ্রাম, সড়ক, দোকান, অলিতে-গলিতে হেঁটে ৩১ দফা বাস্তবায়নের বার্তা পৌঁছিয়ে দেন। এ ছাড়াও তাকে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও খোঁজখবর নিতেও দেখা গেছে।
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির জানান, দেশের সার্বিক উন্নয়নে বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছানোর জন্য এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। ৩১ দফা বাস্তবায়নের বার্তা তিনিসহ তার দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার কথাও জানান তিনি।
এ সময় বিএনপিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এইচআই