Monday 24 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রলারের ইঞ্জিন বিকল, সাগরে ৬ দিন ভাসতে থাকা ৮ জেলেকে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৫ ২১:৫৯

সাগর থেকে উদ্ধার হওয়া আট জেলে

কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়া উপকূলবর্তী সাগরে ইঞ্জিন বিকল হয়ে ছয়দিন ধরে ভাসতে থাকা ট্রলারসহ আট জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (২২ মার্চ) বিকালে কোস্টগার্ড সদর দফতরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

উদ্ধার হওয়া জেলেরা চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাসিন্দা।

লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘গত ১৬ মার্চ বিকালে বাঁশখালী উপকূল থেকে ৮ জেলেকে নিয়ে এমভি মালেক শাহ নামের ট্রলারটি সাগরে মাছ ধরতে রওনা দেয়। ওইদিন রাত ৯ টার দিকে ট্রলারটির ইঞ্জিনের শ্যাফট ও প্রোপেলার ভেঙ্গে গিয়ে সাগরে নিয়ন্ত্রণহীন ভাসতে থাকে। এক পর্যায়ে ট্রলারটি সাগরের মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে চলে যায়। এরপর থেকে ট্রলারে থাকা জেলেদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শুক্রবার রাতে দীর্ঘ ৬ দিন ধরে নিখোঁজ থাকা ট্রলারটি মহেশখালী উপজেলার মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন সাগরে পৌঁছালে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। পরে ট্রলারটির জেলেরা তাদের বিপদের বিষয়টি ফোনে কোস্টগার্ডকে জানায়।’

খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছলে ট্রলারটিসহ ৮ জেলেকে উদ্ধার করে বলেন জানান কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।

সিয়াম-উল-হক জানান, শনিবার দুপুরে উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসআর

৮ জেলেকে উদ্ধার কক্সবাজার কুতুবদিয়া কোস্টগার্ড ট্রলারের ইঞ্জিন বিকল সাগর সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর