খুলনা: আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় নগরীর শিববাড়ী মোড় থেকে মিছিলটি বের হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করা যাবে না। যদি করতে হয় দুই হাজার শহিদ জীবন ফিরিয়ে দিতে হবে। ত্রিশ হাজার আহতদের সুস্থ করে দিতে হবে। আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই করতে দেবো না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যেভাবেই হোক হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝুলান। এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তারা।
এ সময় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।