হাসনাতের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী
২২ মার্চ ২০২৫ ২২:৪৫ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৬:১৪
সিলেট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়ে ক্যান্টনমেন্টসহ বিভিন্ন মহলের চাপ প্রয়োগ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ’র বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয়নি।
শনিবার (২২ মার্চ) সিলেট নগরীর বালুচর এলাকার আমানউল্লাহ কনভেনশন সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এটা শিষ্টাচার বহির্ভূত। সেনাবাহিনীর চাপ প্রয়োগ বিষয়টি নিয়ে কোনো কনফ্লিক্ট সৃষ্টি হবে না।’
আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর কাজ যে করবে, তাদের শক্ত হাতে আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব। পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের আন্দোলন চলমান থাকবে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এখনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। আন্দোলনের মাধ্যমে পরবর্তীতে টাইমফ্রেম দেওয়া হবে। নিষিদ্ধের বিষয়ে যারাই বিরোধীতা করবে তাদের সঙ্গে এনসিপির যুদ্ধ অব্যাহত থাকবে।’
সভায় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, অর্পিতা শ্যামা দেব, অনিক রায়, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ। আয়োজক হিসেবে কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যরিস্টার নুরুল হুদা জুয়েল বক্তব্য দেন।
ইফতার মাহফিলে জুলাই অভ্যুত্থান আহত ও শহিদ পরিবারের সদস্য, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এইচআই
জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট হাসনাত আব্দুল্লাহ