সুন্দরবনে ৩ একর বনভূমি জুড়ে আগুন, কাটা হয়েছে ফায়ার লাইন
২২ মার্চ ২০২৫ ২৩:০৪
বাগেরহাট: পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশনের কলমতেজী ক্যাম্প সংলগ্ন এলাকায় লাগা আগুন তিন একর জায়গায় ছড়িয়ে পড়েছে। নিয়ন্ত্রণে আনতে আগুন লাগার চারপাশে কাটা হয়েছে ফায়ার লাইন। সেই সঙ্গে চলছে ফায়ার সার্ভিসের লাইন স্থাপনের কাজও।
শনিবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে বনের টেপারবিল এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিকেলে বন বিভাগ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
লোকালয় থেকে দূরে ও দুর্গম বন এলাকা হওয়াতে সহসাই সেখানে পৌঁছাতে পারছেন অগ্নিনির্বাপণের লোকজন। যেতে পারছেন না গ্রামবাসীও। তারমধ্যে রাত হয়ে যাওয়ায় কাজে বাঁধার সৃষ্টি হয়েছে। যদিও খবর পেয়ে বনবিভাগ ঊর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও তারা এখনো সেখানে পৌঁছাতে পারেননি বলে জানা গেছে।
জিউধারা স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বলেন, এমনিতেই রাত হয়ে গেছে। পথে শুনলাম চারপাশে ফায়ার লাইন কাটা হয়েছে। বনের তিন একর জায়গা আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণ বনবিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।
সারাবাংলা/এইচআই