ইফতারিতে সারপ্লাস বক্স, প্রশংসায় ভাসছেন খুলনার ডিআইজি
২২ মার্চ ২০২৫ ২৩:১৪ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৬:১৪
খুলনা: জুলাই আন্দোলনে শহিদ পরিবার, সাংবাদিক ও বিশিষ্টজনের সম্মানে খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক গত বৃহস্পতিবার (২০ মার্চ) তার বাংলোতে ইফতারির আয়োজন করেন। তবে অন্য সব ইফতার অনুষ্ঠান থেকে ভিন্ন ছিল এটা।
কারণ, ইফতার মাহফিলে যারা অংশ নিয়েছিলেন তাদের প্রতিটি প্লেটের সামনে একটি করে খালি কৌটা (বক্স) রাখা হয়। কৌটাগুলোর নাম দেওয়া হয়েছে ‘সারপ্লাস বক্স’। গায়ে লেখা রয়েছে প্রয়োজনে আপনার অতিরিক্ত খাবার সারপ্লাস বক্সে রাখুন। এরই মধ্যে বিষয়টি জানাজানি হওয়ার পর মানুষের কাছে প্রশংসায় ভাসছেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, ইফতার মাহফিল শেষে ৪০টি সারপ্লাস বক্সে প্রায় ১০০ শিশুর খাওয়ার মতো ইফতারি জমা পড়ে। খাবারগুলো ডিআইজি নিজের গাড়িতে করে নিয়ে ছুটে যান পার্শ্ববর্তী খুলনা সদর এলাকার একটি এতিমখানায়। সেখানে এতিমদের রাতের খাবারের ব্যবস্থা হয় এই সুস্বাদু নানা রকমের ইফতার।
খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক বলেন, ‘অনেকে ইফতারিতে সব খাবার পছন্দ করেন না। যেগুলো প্লেটে নষ্ট হয়। যে কারণে ভাবলাম, এমন একটা বক্স দিই, যাতে তারা যেটা খেতে চায় না সেটা আগেই সেই বক্সে রাখতে পারে। এমন ধারণা থেকেই কাজটা করা হয়েছে।’
সারাবাংলা/পিটিএম