Sunday 23 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোবাইল কেড়ে নেওয়ায় ছেলের ছুরিকাঘাতে নামাজরত বাবা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৫ ২৩:৫২ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৬:১৪

ঘাতক ছেলে হাফেজ কে এম রিফাত রহমান। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা: মোবাইল ফোন কেড়ে নেওয়ায় হাফেজ ছেলের উপর্যুপরি ছুরিকাঘাতে নামাজরত অবস্থায় বাবা খুন হয়েছেন। শনিবার (২২ মার্চ) রাত ৮টার পর চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত বাবা এ কে এম রিন্টু ওরফে দোদুল (৫২) পলাশপাড়ার মরহুম কাজী আফাজ উদ্দিনের ছেলে। তিনি ভুষিমাল ব্যবসায়ী ছিলেন। ঘাতক ছেলে হাফেজ কে এম রিফাত রহমানকে (১৭) সদর থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় আটক করে। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, রিন্টু তার ছেলে রিফাতকে মোবাইল ফোন চালাতে বারণ করে এবং সেটি কেড়ে নেয়। এতে ক্ষিপ্ত হয়ে সে নামাজরত অবস্থায় তার বাবাকে বাড়িতে ব্যবহৃত ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। এতে বাবা রিন্টু মারাত্মক আহত হন। পরে তাকে স্থানীয়দের সহায়তায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ছেলেকে হত্যায় ব্যবহৃত ছুরিসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

সারাবাংলা/পিটিএম

কেড়ে খুন ছেলে টপ নিউজ বাবা মোবাইল ফোন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর