আইপিএল ২০২৫
আইপিএলের প্রথম ম্যাচেই কোহলির অনন্য রেকর্ড
২৩ মার্চ ২০২৫ ০৯:০৭
আইপিএলের ১৮তম আসরের প্রথম ম্যাচেই মাঠে নেমেছিল তার দল। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আসরের প্রথম ম্যাচে সহজ জয় নিয়ে শুভ সূচনা করেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই জয়ে ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছেন কোহলি। ৫৯ রানের অপরাজিত এক ইনিংস খেলে দলকে জেতানোর পথে অনন্য এক রেকর্ডও গড়েছেন তিনি।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কলকাতার দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ চার ও তিন ছক্কায় ৩৬ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন কোহলি। এই ইনিংস খেলার পথে কলকাতার বিপক্ষে এক হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন কোহলি। এর আগে আরও তিন ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে এক হাজার রানের রেকর্ড আছে তার।
আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে চার দলের বিপক্ষে এক হাজার রানের নতুন এক কীর্তি গড়লেন কোহলি। কলকাতার বিপক্ষে তার রান এখন ১০২১। এর আগে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১০৫৭, চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১০৫৩ ও পাঞ্জাব কিংসের বিপক্ষে ১০৩০ রান করেছেন কোহলি।
নিজের ক্যারিয়ারের ৪০০তম টি-২০ ম্যাচ খেলতে নামা কোহলি আইপিএল ক্যারিয়ারের পুরোটা সময়জুড়েই খেলেছেন বেঙ্গালুরুর হয়ে। প্রথম ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে ৮ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। আইপিএলে তিন ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে এক হাজার রানের রেকর্ড নেই আর কোনো ব্যাটারের। দুই দলের বিপক্ষে এই রেকর্ড আছে ডেভিড ওয়ার্নার ও রোহিত শর্মার। চেন্নাইয়ের বিপক্ষে এক হাজার রান করেছেন শিখর ধাওয়ান।
সারাবাংলা/এফএম