গাজায় ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত
২৩ মার্চ ২০২৫ ১০:১৮ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১২:৩৭
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাউইল নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস কর্তৃপক্ষ। রোববারের (২৩ মার্চ) হামলায় তার স্ত্রীও নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাসপন্থি গণমাধ্যম।
হামাসের রাজনৈতিক দফতরের সদস্য রোববার (২৩ মার্চ) বারদাউইলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া উপদেষ্টা তাহের আল-নোনো। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
মঙ্গলবার (১৮ মার্চ) যুদ্ধবিরতি বাতিল করে ইসরায়েল গাজায় নতুন করে বড় ধরনের হামলা শুরু করে। ১৯ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতির ফলে দুই মাস ধরে তুলনামূলক শান্ত অবস্থা বিরাজ করছিল, যা এই হামলার মাধ্যমে ভেঙে যায়।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে গাজায় এখন পর্যন্ত ৪৯ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। উপত্যকাজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের ফলে অসংখ্য বাড়িঘর ও অবকাঠামো বিধ্বস্ত হয়েছে।
সারাবাংলা/এনজে