Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনিসিপির ইফতার মাহফিলে হট্টগোল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের আহ্বায়ক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ১৪:৩৫ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৫:০৩

মো. আক্তার হোসেন।

সিলেট: সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে মারামারির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক মো. আক্তার হোসেনকে (২৬) গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ।

রোববার (২৩ মার্চ) ভোরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আক্তার সিলেট সদরের জালালাবাদ থানার আউসা (হাউসা) গ্রামের আব্দুল মনিরের ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম আক্তারকে গ্রেফতারের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২২ মার্চ) ইফতার মাহফিলে শান্ত নামের এক যুবক আহত হয়েছেন। তার দায়ের করা মামলার আসামি হিসেবে আক্তারকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, শনিবার সিলেট মহানগরের বালুচর এলাকার একটি কনভেনশন হলে এনসিপি’র ইফতার মাহফিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। ইফতারের ঠিক ১০ মিনিট আগে মঞ্চে বক্তব্য রাখছিলেন এনসিপি’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। এমন সময় মঞ্চে বসা নিয়ে দলটির নেতাকর্মীরা মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় শান্ত নামের লিডিং ইউনিভার্সিটির একজন ছাত্র আহত হন।

এনসিপির যুগ্ম-আহ্বায়ক পদবীর এক নেতা বলেন- বৈষম্যেবিরোধী ছাত্রদের মধ্যে বেশ কয়েকটি গ্রুপ রয়েছে। এরমধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতা নাসির ও গালিবসহ অন্তত ২৫/৩০ জন ইফতার মাহফিলে এসে হট্টগোল ও হাতাহাতি করে বেরিয়ে যান। ইফতারের সময় পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও পরবর্তীতে আবারো তারা মারামারিতে জড়ান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর