Monday 24 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে আসা ১৩ লাখ সিগারেটসহ গ্রেফতার ২

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ১৪:৪৩ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৬:১৩

গ্রেফতার শওকত আকবর ও মো. বাদশা।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারীতে একটি পিকআপে তল্লাশি করে পৌনে ১৩ লাখ বিদেশি সিগারেটসহ দুই জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ভারত থেকে অবৈধভাবে এসব সিগারেট বাংলাদেশে নিয়ে আসা হয়েছে বলে ডিবি কর্মকর্তারা জানিয়েছেন।

রোববার (২৩ মার্চ) সকালে উপজেলার আমানবাজার এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- শওকত আকবর (৩৪) ও মো. বাদশা (২৬)। তাদের বাড়ি রাঙামাটি জেলায়।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পিকআপে তল্লাশি করে বিদেশি অরিস, মন্ড এবং এক্সওএস ব্র্যান্ডের ৬৩ হাজার ৮০০ প্যাকেট সিগারেট জব্দ করা হয়েছে। এতে মোট ১২ লাখ ৭৬ হাজার সিগারেট আছে। এ সময় দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

জব্দ সিগারেটের দাম প্রায় এক কোটি টাকা বলে দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) সাজেদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘সিগারেটগুলো বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের। আমরা জানতে পেরেছি, ভারত থেকে সীমান্তপথে প্রথমে সিগারেটগুলো রাঙামাটিতে আনা হয়। এরপর সেগুলো চট্টগ্রামে আনা হচ্ছিল বাজারে ছাড়ার জন্য। গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেগুলো জব্দ করেছি। এখন গ্রেফতার দুই জনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে সিগারেট চোরাচালানের আরও তথ্য সংগ্রহ করব।’

গ্রেফতারদের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে বলে ওসি-ডিবি জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর