Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীকে এগিয়ে হাসান, ব্যক্তিত্বে জাহাঙ্গীর


২৪ জুন ২০১৮ ১১:০৮

।। আব্দুল জাব্বার খান, স্টাফ করেসপন্ডেন্ট।।

গাজীপুর থেকে: গাজীপুর সিটি নির্বাচনেও ভোটের হিসাব কষা হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির মধেই। এ বড় দুই দলের প্রার্থীদের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে চলছে জনসংযোগ।

সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম ভোটাদের মধ্যে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার জাতীয় প্রতীকে অনেকটা এগিয়ে থাকবেন বলে মনে করছেন এসব এলাকার সাধারণ মানুষ। তবে কেউ কেউ বলছেন গাজীপুর সিটিতে প্রায় দুই লাখের মত শ্রমিক ভোটার রয়েছেন। এ ভোট ব্যাংক যে দিকে যাবে জয়ের পাল্লা তারটাই এগিয়ে থাকবে।

শনিবার (২৩ জুন) সারা দিন নির্বাচনী এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এমনটিই জানা যায়।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আর বাকি মাত্র এক দিন। আজ রাত ১২টার মধ্যেই নির্বাচনী প্রচারে সমাপ্তি টানতে হবে প্রার্থীদের। শেষ মুহূর্তে তাই এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। রোদ, বৃষ্টি, কাদা উপেক্ষা করে ভোটাদের কাছে গিয়ে ভোট চাইছেন প্রার্থী ও তাদের এজেন্টরা।

গাজীপুরার সাতাইশ এলাকার চায়ের দোকানদার আব্দুর রশিদের কাছে সিটি নির্বাচনে ভোটের বিষয়ে জানতে চাইলে তিনি প্রকাশ্যেই বলে দেন তিনি নৌকায় ভোট দেবেন। কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যক্তি হিসেবে জাহাঙ্গীর ভাইকে আমার ভালো লাগে। তিনি সকলের বিপদে আপদে এগিয়ে আসেন। তার মত লোককেই আমরা মেয়র হিসেবে দেখতে চাই।’

খরতৈল এলাকার বাসিন্দা জাকির হোসেন সারাবাংলাকে বলেন, ‘আমরা চাই উন্নয়ন। যাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, তাকেই ভোট দিতে চাই।’

টঙ্গীর চেরাগআলী এলাকার কাপড়ের দোকানদার মো. শিপন বলেন, ‘এলাকার যেমন উন্নয়ন দরকার তেমনি সারাদেশের সার্বিক বিষয়ে বিবেচনা করেই আমরা ভোট দেব।’

তিনি বলেন, ‘সাধারণ মানুষের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে। যাতে সবাই নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে।’

টঙ্গীর মুদাফা এলাকার বাসিন্দা হাজি আব্দুস সালাম সারাবাংলাকে বলেন, ‘এলাকার উন্নয়নে যারা কাজ করবে আমরা তাকেই ভোট দেব।’

তিনি বলেন, ‘সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাটে পানি জমে যায়। আমরা মেয়রের কাছে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন চাই। আর কিছু চাই না।’

শনিবার সকালে গাজীপুর সিটির ৫১ নম্বর ওয়ার্ডের খরতৈল এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। এ নির্বাচনে বিজয়ী হলে গাজীপুর সিটিকে একটি আধুনিক ও যানজটমুক্ত সিটি হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে একবারের জন্য মেয়র পদে নির্বাচিত করতে ভোটারদের আহ্বান জানান জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ আছি। সবাই মিলে একটি ক্লিন এবং গ্রিন সিটি উপহার দিতে চাই। আপনারাদের একজন কর্মচারী হিসেবে আমাকে নৌকায় ভোট দিন। আপনাদের সেবা করার সুযোগ দিন।’

এরপর সাতাইশ স্কুলের সামনে, সাতাইশ চৌরাস্তা, টঙ্গীর মুদাফা, টঙ্গীর চেরাগ আলী, কলেজ গেটসহ বিভিন্ন এলাকায় পথ সভা করেন তিনি।

অন্যদিকে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার ৫৪ নম্বর ওয়ার্ডের হায়দাবাদ এলাকা থেকে তার নির্বাচনী প্রচার শুরু করেন।

পথসভায় হাসান উদ্দিন সরকার বলেন, ‘ধানের শীষের জোয়ার ঠেকাতে আদালতে মাধ্যমে নির্বাচন বন্ধ রাখতে ব্যর্থ হয়ে এখন পুলিশ বাহিনী লেলিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী নিজেই পুলিশের গাড়িতে চড়ে এলাকায় টহল দিচ্ছেন। আমাদের নেতা-কর্মীদের নির্বাচন থেকে দূরে রাখতে পুলিশ দিয়ে হয়রানি করছেন। পুলিশ প্রত্যেক নেতা-কর্মীর বাসা বাড়িতে হানা দিচ্ছে। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিয়েও হয়রানি থামছে না।’

এ ধরনের হয়রানি করে প্রশাসনের মাধ্যমে বাড়তি সুবিধা নিতে আওয়ামী লীগ চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

পরে মাজুখান বাজার, নন্দীবাড়ি, বিন্দান, পূবাইল, ভাদুন, ইছালী ও কলের বাজার এলাকায় গণসংযোগ করেন তিনি।

এদিকে গাজীপুর সিটি নির্বাচনকে কেন্দ্র করে নানা মুখি প্রচারণায় নেমেছে প্রার্থীরা। বিভিন্ন প্যারোডি গান, না না রঙ্গে সেজেকুজে এলাকা ঘুরে ঘুরে ভোট চাইছেন প্রার্থীও তাদের সমর্থকেরা।

গত ১৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন হওয়ার কথা থাকলেও সীমানা নির্ধারণ নিয়ে একটি রিট দায়ের করায় হাইকোর্ট নির্বাচন স্থগিত করে দেন। পরে হাইকোর্টের ওই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করলে আপিল বিভাগ ২৮ জুনের মধ্যে নির্বাচন করতে বলেন।

আপিল বিভাগের এ আদেশের পরে ২৬ জুন নতুন করে নির্বাচনের সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন।

১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন ভোটারের জন্য ৪২৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি নির্বাচনে।

সারাবাংলা/এজেডকে/একে

আরও পড়ুন

গাজীপুরে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ হাজার সদস্য


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর