Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে সমবায় সমিতির গ্রাহকদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ মার্চ ২০২৫ ১৫:৫৮

বিক্ষোভ সমাবেশে সমিতির সদস্যরা।

জামালপুর: জেলার সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ ফেরত ও দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটি।

সমাবেশে বক্তব্য রাখেন শিবলুল বারী রাজু, মাফিজুর রহমান, মোকলেছুর রহমান ও আলী আক্কাসসহ আরও অনেকে।

এ সময় বক্তারা অভিযোগ করেন, মাদারগঞ্জে ৩০টির বেশি সমিতি ৩০ হাজার গ্রাহকের দেড় হাজার কোটি টাকা নিয়ে তিন বছর যাবৎ পলাতক রয়েছে। এই ঘটনায় কয়েকটি মামলা দায়েরের পর গ্রেফতারি পরোয়ানা জারি হলেও পুলিশ রহস্যজনক কারণে তাদের গ্রেফতার করছে না।

বিজ্ঞাপন

গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া আসামিদের দ্রুত গ্রেফতার এবং আমানতকৃত অর্থ ফেরতের ব্যবস্থা করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ সমাবেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম. আব্দুল্লাহ বিন রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন উপস্থিত গ্রাহকদের আইনি সহায়তা ও টাকা উদ্ধারের আশ্বাস দেন।

সারাবাংলা/এসডব্লিউ