Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈবিছাআ’র সিলেটের আহ্বায়ক আক্তার হোসেনের জামিন

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ১৬:৫৩ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৯:৩৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেন

সিলেট: জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) ইফতার মাহফিলে হামলার ঘটনায় গ্রেফতার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে জামিন দিয়েছে আদালত ।

রোববার (২৩ মার্চ) বিকালে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিজ্ঞ বিচারক ছগির আহমদ আক্তার হোসেনের জামিন মঞ্জুর করেন।

বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী ও সিলেট জেলা বারের সদস্য অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি বলেন, আজ দুপুরে একটি মামলায় গ্রেফতার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে সিলেট আদালতে হাজির করা হয়। তখন শুনানি না হওয়ায় তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। বিকেলে শুনানিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত- ২ এর বিজ্ঞ বিচারক আক্তারের জামিন মঞ্জুর করেন। জামিন মঞ্জুর হওয়ায় তার আর মুক্তি পেতে কোনো বাধা নেই।

প্রসঙ্গত, গতকাল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট নগরের একটি কনভেনশন হলে একটি ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানে দুইপক্ষের মধ্যে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হন লিডিং ইউনিভার্সিটির ছাত্র মাহবুবুর রহমান শান্ত। ঘটনার পর ভুক্তভোগী আইনি প্রতিকার চেয়ে মামলা করেন। এরপর সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার পুলিশ আজ সকালে আক্তারকে গ্রেফতার করে ও আদালতে হাজির করে।

সারাবাংলা/এইচআই

আক্তার হোসেন জামিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর