Friday 19 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবতীকে নির্যাতন, খুলনার লেডিবাইকার এশা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ১৭:৫৪

খুলনার লেডিবাইকার এশা। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনায় এক যুবতীকে নির্যাতনের অভিযোগে লেডিবাইকার এশাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ইন্সপেক্টর তদন্ত মো. মিজানুর রহমান বলেন, এশা এক মেয়েকে বিভিন্ন সময়ে মাদক সেবন করাতো। শনিবার (২২ মার্চ) দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়লে ওই মেয়ের পরিবার তাকে অ্যাম্বুলেন্সযোগে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নিয়ে যেতে চায়। এ সময় এশাসহ কয়েকজন অ্যাম্বুলেন্স থামিয়ে মেয়েটিকে টানা হ্যাঁচড়া করে। এক পর্যায়ে ওই মেয়েটি আঘাত পায়।

তিনি বলেন, ‘পরে শিববাড়ি মোড় এলাকায় ছাত্র-জনতা এবং নৌবাহিনীর দায়িত্বরত একটি টিম তাদের উদ্ধার করে এবং এশাকে আটক করে। এর পর সেহেরির সময় পুলিশের কাছে এশাকে হস্তান্তর করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর