Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ’ এর সঙ্গে সম্পর্ক না রাখার অনুরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ১৮:০৪ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৮:০৭

বাংলাদেশ জাতীয় পার্টি (বিএনপি)। ছবি: সংগৃহীত

ঢাকা: ‘খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ’ নামে হঠাৎ গজিয়ে ওঠা সংগঠনের সঙ্গে সম্পর্ক না রাখার জন্য দলের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৩ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ অনুরোধ জানান।

রিজভী বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল ‘খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ’ নামে একটি ভুয়া সংগঠন তৈরি করে বিভিন্নভাবে প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। সংগঠনটি আগামী ২৫ মার্চ শ্যামলীর প্রিন্স কিচেনে ইফতার মাহফিল আয়োজন করেছে।’

অবৈধ ও ভুয়া সংগঠনটির সব ধরনের কর্মকাণ্ডের বিষয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে সম্পর্ক না রাখার জন্য অনুরোধ জানিয়ে রিজভী বলেন, ‘ভুয়া সংগঠনটির সঙ্গে দলের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাবাংলা/এজেড/এসডব্লিউ

বিএনপি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর