কম দামে ডিম-দুধ-মাংস বিক্রয় শুরু করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক
২৩ মার্চ ২০২৫ ১৮:১০ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৮:২৫
ঢাকা: সারাদেশে মানবিক জেলা প্রশাসক হিসাবে পরিচিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার নির্দেশে জেলা প্রাণিসম্পদ অধিদফতর সুলভমূল্যে ডিম, দুধ, গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রয় শুরু করেছে।
রোববার (২৩ মার্চ) থেকে জেলার তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই বিক্রি শুরু হয়েছে। এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসক বলেন, প্রান্তিক জনগণের জন্য নেওয়া এই বিশেষ উদ্যোগ ঈদের আগের দিন পর্যন্ত চলবে। নারায়ণগঞ্জ শহরের তিনটি নির্ধারিত স্থানে এ সেবা দেওয়া হবে— জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, চাষাঢ়া মোড় ও তরকার মাঠ।
এই কর্মসূচির আওতায় প্রতি ডজন ডিম ১০০ টাকা, প্রতি কেজি দুধ ৮০ টাকা, গরুর মাংস ৬৫০ টাকা ও ড্রেসড ব্রয়লার মুরগি ২৫০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হবে।
এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জনগণ, সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাবার ক্রয় করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন জেলার এই অভিভাবক। নিতাইগঞ্জ ব্যবসায়ী সমিতি ও দেশের শীর্ষ সয়াবিন তেল আমদানিকারকদের ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, উনারা আমাকে কথা দিয়েছিলেন যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় রাখতে জেলা প্রশাসনের নির্দেশ মেনে চলবেন। এখন পর্যন্ত উনারা আমাকে দেওয়া আশ্বাস রেখে চলেছেন। ট্রাক সেলের মাধ্যমে সয়াবিন তেল, চিনিসহ অনেক পণ্য বাজার থেকে অনেক কম মূল্যে বিক্রি করছে শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। ফলে নারায়ণগঞ্জ জেলায় সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের সংকট হচ্ছে না।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম আরও বলেন, আশাকরি এবার নারায়ণগঞ্জবাসী, বিশেষ করে সাধারণ মানুষ একটু স্বাচ্ছন্দে ঈদ উদযাপন করতে পারবেন।
এ বিসয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান মিয়া বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশ ও সার্বিক সহযোগিতায় ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে সুলভমূল্যে ডিম, দুধ, গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রয় কার্যক্রম শুরু করেছি আমরা।
উল্লেখ্য, ৬ মার্চ থেকে পবিত্র রমজান মাসে ভোজ্যতেলের সংকট নিরসনে বিশেষ ছাড়ে ট্রাক সেলের মাধ্যমে তেল বিক্রি শুরু করেছে শীর্ষ তেল সরবরাহকারী মেঘনা গ্রুপ ও সিটি গ্রুপ। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলামের আহ্বানে সাড়া দিয়ে এই কার্যক্রম চালু করেছে প্রতিষ্ঠান দুটো। ভোজ্য তেলের পাশাপাশি বিশেষ ছাড়ে পোলাও চাল, ডাল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যও বিক্রি করা হচ্ছে, যা নারায়ণগঞ্জবাসীর প্রশংসা কুড়াচ্ছে।
সারাবাংলা/ইউজে/এইচআই
কম দামে ডিম-দুধ-মাংস জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মানবিক ডিসি