সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য গুলশান সোসাইটি বিশেষ উদ্যোগ
২৩ মার্চ ২০২৫ ১৫:০১ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৮:১৫
পবিত্র রমজানের উদারতা ও সহানুভূতির আদর্শকে ধারণ করে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের সঙ্গে ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে গুলশান সোসাইটি। সচ্ছল পরিবার ও পার্ক ব্যবহারকারীদের কাছ থেকে নূতন ও পুরাতন জামাকাপড় এবং খেলনা সংগ্রহ করে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কাছে পৌঁছে দেবে এই সোসাইটি।
রোববার (২৩ মার্চ) সকাল ১০টায় লেক পার্কে এই বিশেষ উদ্যোগের উদ্বোধন করা হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন সোসাইটি নির্বাহী কমিটির সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির, সহ-সভাপতি ইসরাত জাহান, মহাসচিব সৈয়দ আহসান হাবিব, নির্বাহী কমিটির সদস্য মূলক পোদ্দার, নির্বাহী কমিটির সদস্য শ্রাবন্তী দত্ত এবং গুলশান সোসাইটির জোন ৫-এর কনভেনার খাদেম মুহাম্মদ রাইয়ান সাদিদ।
সোসাইটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামা কাপড় ও উপহার সংগ্রহের এই কার্যক্রম পহেলা বৈশাখ পর্যন্ত চালু থাকবে। সংগ্রহকৃত পোশাক ও উপহারগুলি চাঁদ রাত ও পহেলা বৈশাখের সকালে সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে। উল্লেখ্য, একই রকম আয়োজন সোমবার (২৪ মার্চ) থেকে শহীদ ডক্টর ফজলে রাব্বি পার্কেও চালু থাকবে।
সারাবাংলা/এএসজি