Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আট মাসে রাজস্ব ঘাটতি ৫৮ হাজার কোটি টাকা, প্রবৃদ্ধির হার ১.৭৩%

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ১৯:৫৪ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২০:৫৩

ঢাকা: গত অর্থবছরের তুলনায় রাজস্ব আদায় বাড়লেও লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর আওতাধীন সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৮০ হাজার ৫৯ কোটি ২১ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২ লাখ ২১ হাজার ৮১৭ কোটি ৯ লাখ টাকা। সে হিসাবে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৫৮ হাজার ২৪২ কোটি ১২ লাখ টাকা। গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এনবিআর আওতাধীন রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২ লাখ ১৭ হাজার ৯৭১ কোটি টাকা। গত অর্থবছরের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে মাত্র ১ দশমিক ৭৩ শতাংশ।

বিজ্ঞাপন

এনবিআর সূত্র মতে, গত বছরের জুলাই ও আগস্টের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং ডলারের মূল্য বাড়াসহ বেশ কয়েকটি কারণে কাঙ্ক্ষিত পরিমাণ রাজস্ব আদায় হয় নি।

উল্লেখ্য, চলতি অর্থবছরে মূল বাজেটে এনবিআর আওতাধীন রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর অর্থবছরের মাঝামাঝি সময়ে এ লক্ষ্যমাত্রা কমিয়ে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

এনবিআর সূত্রে জানা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে আমদানি পর্যায়ে রাজস্ব আদায় হয়েছে ৬৪ হাজার ৪৩৯ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে আদায়ের পরিমাণ ছিল ৬৫ হাজার ২৮৮ কোটি টাকা। অর্থাৎ এ উপখাতে আদায় কমেছে ১ দশমিক ৩০ শতাংশ।

স্থানীয় পর্যায়ে মূসক ও আবগারি শুল্ক খাতে চলতি অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব আদায় হয়েছে ৮৪ হাজার ২২৩ কোটি টাকা; যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮২ হাজার ৪০২ কোটি টাকা। এ উপখাতে রাজস্ব আদায় বেড়েছে ২ দশমিক ২১ শতাংশ।

অপরদিকে আয়কর ও ভ্রমণ খাতে চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে আদায় হয়েছে ৭৩ হাজার ১৫৪ কোটি টাকা; যা আগের অর্থবছরে একই সময়ে ছিল ৭০ হাজার ২৮০ কোটি টাকা। এ হিসাবে আদায় বেড়েছে ৪ দশমিক ০৯ শতাংশ।

সারাবাংলা/আরএস

বিজ্ঞাপন

মিশরীয় মিষ্টি
২৫ মার্চ ২০২৫ ১৭:৩৫

আরো

সম্পর্কিত খবর