Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন, আটক ২১

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ২০:০৩

সেনাবাহিনীর অভিযান

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের সোনাপুর গ্রামের পাশের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২১ জনকে আটক করেছে সেনাবাহিনী।

রোববার (২৩ মার্চ) সকালে ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সোয়েব এর নেতৃত্বে অভিযানের সময় চারটি স্টিলবডি ও পাঁচটি ড্রেজার মেশিন (লিস্টার ড্রেজার) জব্দ করা হয়।

এ সময় গ্রামবাসী সেনাবাহিনীকে জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি দল নদীর পাড়ে পাহারা দেয়। বালু উত্তোলনের কারণে ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন হচ্ছে। গ্রামবাসী বাধা দিলে বালু খেকোরা তাদের ওপর হামলা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্যাপ্টেন সোয়েব জানান, আটকদের মধ্যে সোনাপুর গ্রামের বাসিন্দা মৃত আলতাফ আলীর ছেলে সবুজ, আরব আলীর ছেলে জানফর ও মৃত ময়না মিয়ার ছেলে আব্দুল শহীদ বালু উত্তোলনকারীদের কাছ থেকে চাঁদা আদায় করে ও বালু উত্তোলন করতে উৎসাহ দেয়। অভিযানে আটকদের পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এইচআই

অবৈধভাবে বালু উত্তোলন আটক বালু উত্তোলন সুনামগঞ্জ সুরমা নদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর