Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সত্য-ন্যায়ের পক্ষে কথা বলাই প্রকৃত সাংবাদিকতা’

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ২০:১৮ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২১:৪০

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সত্য প্রকাশ করাই সাংবাদিকদের কাজ। ভয়ভীতি উপেক্ষা করে সত্য ও ন্যায়ের পক্ষে উচ্চ কণ্ঠে কথা বলাই প্রকৃত সাংবাদিকতা। দেশের মধ্যে থেকে কারা ষড়যন্ত্র করে এবং দেশের বাইরে থেকেও কারা ষড়যন্ত্রে লিপ্ত, দেশকে কারা পেছনে নিয়ে যেতে চায় সেইসব কুশীলবদের নাম গণমাধ্যমে তুলে ধরুন, জাতিকে জানান।

রোববার (২৩ মার্চ) বিকেলে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন মিলনায়তনে প্রয়াত ফটো সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেন, ‘দেশে কিংবা বিদেশে যারা নির্বোধ আছে তারা আমার কথা বুঝবে না। আমি বলেছি, এই সরকার যে সংস্কার লিখে দিবে আমরা সেগুলো কারেকশান করব। রাজনৈতিক দলগুলো মিলে ঐক্যমতে আসব। তার পরেই আমরা সেটাকে মানব। এটাকে বিকৃত করে ওরা লিখেছে, আমি নাকি কিছুই মানব না।’

তিনি বলেন, ‘আমি রাজনীতি করি বলে সত্য কথা স্বাধীনভাবে বলতে পারব না- এটা হতে পারে না। আপনারা যারা আজ স্বাধীনভাবে কথা বলেন তা আমরা অর্জন করে দিয়েছি। জেলে থেকে পঁচে পঁচে নিজের পরিবারকে ধ্বংস করে দিয়ে সেই অধিকারটা অর্জন করে দিয়েছি। দীর্ঘ সময় আমরা লড়াই-সংগ্রাম করেছি, কারাগারে কাটিয়েছি, একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছি। আজ এই সময়ে এসে যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে নানা বাহানা করছে তাদের উদ্দেশ্য ভালো নয়। দেশবাসীকে তাদের প্রতি সজাগ থাকতে হবে।’

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য মো. দেলোয়ার হোসাইন এবং ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য এ বি এম রফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও সাংবাদিক নেতারা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এ কে এম মহসিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার। দোয়া পরিচালনা করেন ধামইরহাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বর্তমান অগ্রাদ্বিগুণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন মোস্তাক ।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ প্রকৃত সাংবাদিকতা বিএনপি মির্জা আব্বাস সত্য-ন্যায়