Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমে উঠেছে ঈদ বাজার, গুলিস্তানে উপচে পড়া ভিড়

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ২০:৩১ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২০:৩৬

খোলা মার্কেট গুলিস্তানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ছবি: সারাবাংলা

ঢাকা: ক্যালেন্ডার ধরে হিসাব করলে সপ্তাহ খানেক বাদেই পবিত্র ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে এরই মধ্যে জমে উঠেছে পোশাকের বাজার। কেনাকাটায় ছোট-বড়, ধনী-গরিব কেউ পিছিনে নেই। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ক্রেতারা ছুটছেন ফুটপাত থেকে শুরু করে ছোট-বড় মার্কেট ও বিপণি-বিতানগুলোতে। বিশেষ করে ফুটপাতগুলোতে পা ফেলার জায়গা নেই। তবে ফুটপাতের এসব বাজারের কারণে সড়কে দেখা দিয়েছে যানজট।

রোববার (২৩ মার্চ) রাজধানীর মতিঝিল, গুলিস্তান ফুটপাত ঘুরে এমন দৃশ্যই দেখা গেল।

বিজ্ঞাপন

মতিঝিলে মূলত জুতা বিক্রি হয় বেশি। দেশি তো আছেই, বিদেশি নামিদামি ব্র্যান্ডের জুতার ডিজাইনে তৈরি এসব জুতা কিনতে ক্রেতারা সকাল থেকে ভিড় জমিয়েছেন ফুটপাতের এই দোকানগুলোতে। নারী, পুরুষসহ নানা বয়সী মানুষের জুতা এখানে পাওয়া যায়। জুতার দোকানের পাশে রয়েছে, মোজা, বেল্ট, বাচ্চাদের পোশাকের ভ্যান। সেসব দোকানেও ভিড় দেখা গেল।

ফুটপাতের দোকানে প্রায় সব ধরনের পোশাক পাওয়া যায়। ছবি: সারাবাংলা

শাপলা চত্বর সংলগ্ন এই ফুটপাতের ব্যবসায়ী নাসির উদ্দীন সারাবাংলাকে বলেন, ‘ফুটপাতে দোকান হলেও মোটা অঙ্কের ভাড়া গুনতে হয় প্রতিদিন। ঈদ সামনে রেখে বেচাকেনা ভালো। তবে রোজার সময়ে সকালের দিকে ক্রেতাদের চাপ থাকে বেশি। মূল ব্র্যান্ডের জুতা না হলেও রেপ্লিকাতেই খুশি ক্রেতারা। কারণ ব্রান্ডের জুতার যে দাম তার চেয়ে তিন ভাগের একভাগেরও কম দামে এখানে জুতা বিক্রি হয়।

এদিকে সবচেয়ে বড় খোলা মার্কেট গুলিস্তানে দেখা গেল ক্রেতাদের উপচে পড়া ভিড়। এক সময়ের গুলিস্তান হল সংলগ্ন সড়ক থেকে গোলাপ শাহ মাজারের দিকে যেতে সংযোগ সড়কটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে পুরো সড়ক জুড়ে পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। কেউ ভ্যানে, কেউ চৌকিতে আবার কোনো কোনো দোকানি মাটিতেই পাটি বিছিয়ে পণ্য নিয়ে বসেছেন। প্রতিটি দোকানেই দেখা গেল ক্রেতাদের প্রচুর ভিড়। ভিড় ঠেলেই পছন্দের পণ্য কিনছেন ক্রেতারা। বাচ্চার পোশাক কিনতে আসা বেলাল আহমেদ জানান, এখানে সাধ ও সাধ্যের মধ্যে পোশাক পাওয়া যায়। বাচ্চাদের কাপড় ও জুতা, নিজের জন্য শার্ট, প্যান্ট, জুতা বৌয়ের জন্য থ্রিপিস সবই কিনেছেন গুলিস্তানের এই মার্কেট থেকে।

বিজ্ঞাপন

ফুটপাতের এসব দোকানে জুতা থেকে শুরু করে শিশুদের বড়দের প্রায় সব ধরনের পোশাক পাওয়া যায়। ছবি: সারাবাংলা

বিক্রেতা জসিম উদ্দীন বলেন, ঈদের কারণে এই সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। এতে সুবিধা হয়েছে। আমরাও জায়গা নিয়ে বসতে পারছি আবার ক্রেতারাও স্বাচ্ছন্দে কেনাকাটা করতে পারছেন।

ক্রেতা সমাগম দেখা গেল পুরো গুলিস্তান জুড়ে। জমজমাট ঈদ বাজার। পাশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সংলগ্ন বাজারও জমে উঠেছে। এখানে টুপি আতর, তাজবিহ বিক্রি হচ্ছে। এখানেও ক্রেতা সমাগম ছিল চোখে পড়ার মতো।

এদিকে ঈদ বাজারের কারণে গুলিস্তান সড়কে দিনভড় যানজট লেগে ছিল। ধীরে ধীরে গাড়ি চলছে এ সড়কে। বাসচালকরা বলছেন, বঙ্গভবন থেকে জিপিও বা জিরো পয়েন্ট পর্যন্ত গুলিস্তানের এ সড়কটুকু পার হতে ৩০ থেকে ৪০ মিনিট সময় লেগে যাচ্ছে।

ঈদকে ঘিরে এসব বাজারে ক্রেতাদের ভিড় বেড়েছে ‍বহুগুন

জিপিও মোড়ে ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা আজিজুর রহমান সারাবাংলাকে বলেন, ঈদের মার্কেটের কারণে মূলত এই রোডে গাড়ির চাপ বেশি। সেজন্য গাড়িগুলোকে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় সড়কে থাকতে হচ্ছে। অন্য সড়কে জ্যাম নেই বলে জানান তিনি।

সারাবাংলা/জেআর/এইচআই

ঈদ ঈদের পোশাক ঈদের বাজার খোলা বাজার গুলিস্তান ফুটপাতের বাজার বাচ্চাদের পোশাক যানজট রাজধানীরর বাজার