Friday 19 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হব: ফিরোজ আহমেদ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ২০:৪৬

গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভা

শরীয়তপুর: গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী বলেছেন, গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিকে নির্বাচনে আনার ইতিহাস নেই। আর গণহত্যাকারী দল আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করা যাবে না। যদি করতে হয় তাহলে ফিরিয়ে দিতে হবে দুই হাজার শহিদ এবং ত্রিশ হাজার আহতকে সুস্থ করে দিতে হবে।

রোববার (২৩ মার্চ) শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই করতে দেব না। অন্তর্বর্তী সরকারকে বলব, যেভাবেই হোক হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলাতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে ফ্যাসিবাদবিরোধী সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব ডা. শাহজালাল সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মজিবুর রহমান, বর্তমান সহ-সভাপতি আবুল হোসেন সরদার, জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মাসুদুর রহমান, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খবির হোসেন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির, যুব অধিকার পরিষদের সভাপতি আব্দুল মোতালেব হান্নান, সাধারণ সম্পাদক মাদবর কাওসার হোসেন, ছাত্র শিবিরের সভাপতি সাখাওয়াত কাউসার, ছাত্র অধিকারের সভাপতি জীবন আহমেদ নান্টু। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও গণঅধিকার পরিষদের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিল শেষে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শহরে মিছিল বের করা হয়।

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর