Friday 19 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টাকে নিয়ে মানহানিকর পোস্ট, কৃষকলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ২০:৫৮

রংপুরের পীরগাছা কৃষকলীগের নেতা জামিউল ইসলাম মুকুল। ছবি: সংগৃহীত

রংপুর: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর পোস্ট দেওয়ায় রংপুরের পীরগাছা কৃষকলীগের নেতা জামিউল ইসলাম মুকুলকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৩ মার্চ) বিকেলে জামিউল ইসলাম মুকুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের একাধিক সূত্র জানায়, জামিউল ইসলাম মুকুল ফেসবুকে বিভিন্ন সময় সরকারবিরোধী পোস্ট দিতেন, যা অস্থিতিশীল পরিবেশ তৈরিতে সহায়ক। এ জন্য অপারেশন ডেভিল হান্টের আওতায় তাকে শনিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার দেউতি বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের অভিযোগসহ একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘সরকারবিরোধী অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় জামিউল ইসলাম মুকুলকে গ্রেফতার করা হয়।’

সারাবাংলা/পিটিএম

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর